দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে সিরিজ মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দ।

বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে’র সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিন্নমত দলন ও বাক স্বাধীনতা হরণের হীন উদ্দেশ্যে নতুন করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যের জেরে গত কয়েক দিনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় অন্ততঃ ৫টি মামলা দেয়া হয়েছে। এসব মামলার বাদী শাসক দল আওয়ামী লীগের স্থানীয় নেতা। সর্বশেষ আজ দিনাজপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। মানহানির যে অভিযোগে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা করা হচ্ছে তা সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট লংঘন। আইনানুযায়ী কেবলমাত্র যার মানহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে তিনিই একটি অভিযোগ আনতে পারেন। অন্য কারো অভিযোগ বা একই অভিযোগে একাধিক মামলা আমলে নেওয়ার সুযোগ নেই। অথচ বিভিন্ন জেলায় যথেচ্ছভাবে মামলা করা হচ্ছে এবং তা বিবেচনায় নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। এটা মত প্রকাশের স্বাধীনতারও নগ্ন হস্তক্ষেপ এবং কন্ঠরোধের হীন চেষ্টা ছাড়া কিছুই নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হয়রানিমুলক এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।