সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যৌথ উদ্যোগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অবস্থিত নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠেয় এ আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ। এতে উপস্থিত থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ও ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।