বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, ‘কোনো সরকারকে টেনে নামানো অথবা কোনো দলকে ঠেলে ক্ষমতায় বসানো আমাদের দায়িত্ব নয়। কিন্তু আমাদের একটি কনসার্ন অবশ্যই আছে, তা হলো দেশে গণতন্ত্র থাকতে হবে। কারণ গণতন্ত্র না থাকলে আমাদের লেখার বা বলার স্বাধীনতা থাকে না। তাই গণতন্ত্র ফেরানোর জন্য আমাদের সংগ্রাম করতে হবে।’

রোববার (২৩ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর এসোড হল রুমে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক নির্যাতনের বিচার এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএফইউজে সভাপতি বলেন, ‘দেশে গণতন্ত্র ফেরাতে আমাদের কলম ও কথা বলা চলবে। কোনো কিছুর কাছে আমরা সত্য বলা বন্ধ করব না। যেটা আমাদের অগ্রজরা করে গেছেন। আমরা আহমেদ হুমায়ুন, নির্মল সেন, গিয়াস কামাল চৌধুরীদের উত্তরসূরি।’

তিনি আরো বলেন, ‘সাংবাদিকরা বাংলাদেশে স্বাধীন গণমাধ্যমের প্রশ্নে আপস করবে না। লেখার বিষয়ে আপনারা কোনো আপস করবেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুনের প্রশ্নে আপস করবেন না। আমরা স্বাধীনভাবে লিখতে চাই, কালাকানুনের কবলে নিপীড়িত হতে চান না, এটাই সাংবাদিকদের প্রধান চাওয়া। এর জন্য আমাদের গণতান্ত্রিক পরিবেশ দরকার। গণতন্ত্র এবং সংবাদমাধ্যম হাত ধরাধরি করে চলে। দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। নিরপেক্ষ অবস্থান থেকে আমরা এসবের প্রতিবাদ করব। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ছাড়া আমরা ঘরে ফিরব না। সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ এবং জড়িতদের বিচার করতে হবে। বন্ধ সব গণমাধ্যম খুলে দিয়ে বেকার সাংবাদিকদের রুটি রুজির বন্দোবস্ত করতে হবে।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব নুরুল আমীন রোকন।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাবেক সহকারী মহাসচিব আহমদ মতিউর রহমান, দৈনিক দাবানল সম্পাদক ও আরপিইউজের সহ-সভাপতি খন্দকার মোস্তফা সরওয়ার অনু, রংপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম রাজু, রংপুর সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, ড্যাব রংপুর মহানগর আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান।

সমাবেশে বক্তব্য আরো বক্তব্য রাখেন, আরপিউজের সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানি, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, সদস্য ফকরুল শাহীন, রেজাউল করিম লাবলু, আব্দুল আলীম প্রামাণিক, আব্দুল কুদ্দুস বসুনিয়া, বখতিয়ার রহমান, এম এ সালাম বিশ্বাস, কাজী শহিদুল ইসলাম, হাফিজার রহমান প্রমুখ।

সমাবেশের শুরুতে রংপুরের সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল, বীর মুক্তিযোদ্ধা নওয়াজেশ হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মোজাম্মেল হোসেন, শেখ কল্লোল আহমেদ, রবিউল হোসেন সরকার বাবলু, আব্দুর রশিদ বাবু, আফতাব হোসেন, ইকবাল হোসেন, উৎস রহমান, মারুফ, মমিনুনর রহমান ওরফে রতন সরকারসহ সকল মরহুম সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়াও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সমাবেশে রংপুর বিভাগে সাংবাদিকদের ওপর হামলা মামলা ও নির্যাতনের চিত্র উপস্থাপন করে এসবের প্রতিকার দাবি করা হয়। এতে রংপুরে কর্মরত বিভিন্ন প্রেস, অনলাইন ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।