আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে মিডিয়া তোষণ করে আর সরকারে গেলে গলা টিপে ধরে, এটা তাদের পুরোনো চরিত্র। বরেণ্য সম্পাদক মাহমুদুর রহমান ও শফিক রেহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদ এবং সাইবার নিরাপত্তা আইনের সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা এ দাবি জানায়। তারা বলেন, আবারো বিরোধী দলে গেলে মিডিয়া এবং সাংবাদিকদের পদলেহন করবে আওয়ামী লীগ। নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ আর গণমাধ্যম একসাথে চলতে পারে না।
সভাপতির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, দুইজন বরেণ্য সম্পাদককে সাজার নামে তামাশা করা হয়েছে, সাজা দেয়ার জন্য ন্যূনতম গ্রাউন্ডও তৈরি করতে পারেনি সরকার। যে বিচারক মামলার বাদিকে আদালতে অভ্যর্থনা জানায় তার কাছ থেকে ন্যায়বিচার আশা করাই দুরাশা। উচ্চ আদালতের বিচারকরা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ দাবি করার সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, এসব ফরমায়েশি রায় দিয়ে সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে সত্য বলা এবং লেখা থেকে বিরত রাখা যাবে না। এছাড়া সাইবার নিরাপত্তা আইনের আটটি ধারা বাতিল এবং চারটি ধারা সংশোধনেরও দাবি জানান তিনি।
গ্রীন ওয়াচ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার বলেন, কোনো দেশ কতটুকু সভ্য তা নির্ভর করে সে দেশের গণমাধ্যমের চরিত্রের ওপর। মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে সত্য সাংবাদিকতার পথিকৃৎ বলে আখ্যা দেন তিনি।
বিএফইউজে মহাসচিব নুরুল আমীন রোকন বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই, বরং ভোট ও লেখার অধিকার ফিরিয়ে আনতে সরকারকে বিদায় করতে হবে। ডিইউজের সাবেক সেক্রেটারি বাকের হোসাইন বলেন, এই সরকারকে সৈরাচার কিংবা ফ্যাসিস্ট বললে তারা মজা পায় তাই এদের বিদায় করতে হবে, আওয়ামী লীগকে জাতির জন্য দুর্ভাগ্য বলে আখ্যা দেন তিনি।
এ সময় বক্তব্য দেন রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ইলিয়াস খান, জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সাবেক সহ-সভাপতি বাছির জামাল, বিএফইউজের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, সাবেক সহকারী মহাসচিব কাজেম রেজা, প্রবীণ সাংবাদিক এনায়েতুর রসুল, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সেক্রেটারি মাজহারুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি আজাদ আলাউদ্দিন, সেক্রেটারি হাফিজুর রহমান হিরা, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি মাহমুদুর রহমান, মুন্সিগঞ্জের সেক্রেটারি রুবেল হোসেন, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম অমর, আব্দুল হালিম, জেসমিন জুঁই প্রমুখ।